তোমার কত প্রশ্ন আমার কাছে,
যেন সব বিদ্যে আমার জানা হয়ে গেছে!
‘ওই মেঘে কি জল আছে?
তাতে কি বৃষ্টি হতে পারে?
…আচ্ছা,শালিকজোড়া আজো
ভিজবে নাকি ঝড়ে?”
‘আজ রাতে যদি চাঁদটা না থাকে,
তবে কি হাসনা হেনাও রবে না?
…ওই থির জলে ঢিল ছুঁড়ে দেখি?
মাছরাঙ্গাটা আবার উড়ে যাবে নাকি?’
অদ্ভূত ভালোলাগার প্রশ্নময়
রাতদিন আমার!
তবু কখনো বলি,
‘তোমার যত প্রশ্ন রাশি রাশি!’
আমার কপট রাগ দেখে
তোমার মুখে চাপা দুষ্টু হাসি!
সে হাসিকে আড়াল করে বল,
‘আচ্ছা অভিমানী,
ওই রংধনুর শেষটা কোথায় জানো?
কোন রংটা চাও তুমি,
এখনই নিয়ে আসি…’
@নিবেদিতা,
এটুকু বুঝলাম প্রেমের কবিতা।অসমমাত্রিক মাত্রাবৃত্ত!!হা হা হা!
যতটা হালকা বলেছ,লেখার গুণে অতটা হালকা লাগছে না।হয়তো অনেক কিছুই বলতে চেয়েছ।মোটের ওপর সুন্দর কবিতা। 🙂
খুব সুন্দর একটি কবিতা , এক কথায় চমত্কার । তবে অর্থ ঠিক ভাল করে বুঝতে পারি নি । কিন্তু ছন্দ অনেক ভাল হয়েছে ।
চমতকার।
মনে হয় অন্তরা চৌধূরীর গলায় (অবশ্যই ছোটবেলার) সুর করে গান বানিয়ে ফেললে দারুন শোনাবে।
এ যেন ছোট বাচ্চাদের রাশি রাশি প্রশ্ন।
মাঝে মাঝে এসব প্রশ্ন খুব ভালো লাগে।
কবিতাটা পড়ে মজা পেলাম
@তানভী,
😀
@নিবেদিতা,
আপনাকে আগের লেখাটায় উত্তর দেওয়া হয়নি। আপনার জন্য কয়েকটা প্রশ্ন ছিল। আপনি কি আমাকে একটা ইমেইল করবেন [email protected] এ? ( bonna র পর একটা underscore আছে, যেটা আবার এখানে দেখা যাচ্ছে না:))
@বন্যা আপু,
আমি কিন্তু অনেক ছোট,তাই তুমি করে বলবেন আপু 🙂
মেডিকেলে পড়তে এসে মনে হয় নিলাম হয়ে গেছি,বেশির ভাগ সময় অকাজেই খরচ হয়ে যায়।আপু স্যরি,আপনাকে মেইল করতে তাই একটু দেরি করে ফেললাম।