আমি শারমিন রীপির মুখে, এই ভাষ্য শুনি আজথেকে তিন বছর আগে। তিনি যখন লস এঞ্জেলেসে এসেছিলেন। সেটাও ছিল এই ৪ টা নভেম্বর। এই লেখাটা তখনই লিখেছিলাম। কিন্ত অডিওটা হারিয়ে গেছে।

বাংলাদেশের ইতিহাসে আমার জ্ঞান খুব ভাসা ভাসা। তাই নিজের কিছু বক্তব্য আমার এই ব্যাপারে নেই। হয়ত কোনদিন আরো গভীরে জানব কি কি ঘটেছিল-ঠিক কেন ঘটেছিল। এই পর্বে শুধু শারমিন রীপির মুখে যা শুনেছিলাম ঘন্টা চারেক, সেটা নিয়েই লিখেছিলাম।

এই লিংকে ক্লিক করুন।
:pdf: