আজ কবি শামসুর রাহমানের (১৯২৯-২০০৬) ৮০ তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে শব্দগুচ্ছের পক্ষ থেকে শামসুর রাহমানের একটি ভিডিও মুক্তমনার পাঠকদের জন্য দেয়া হল যেখানে তিনি নিজের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেছেন।
httpv://www.youtube.com/watch?v=H3EFxF3SG0I
ভালো লেগেছে। ধন্যবাদ।</strong>
ধন্যবাদ হাসানআল আব্দুল্লাহকে – এমন একটি দিনে কবিপ্রবরকে স্মরণ করার জন্য।
ব্লগে নিয়মিত অংশগ্রহণ কামনা করছি।