ভাবলাম একটা কবিতাই লিখি,
আমি কবি নই
তবুও ছুয়ে সব দুঃখ,হাতে নিয়ে হতাশা-
ভাবলাম একটা কবিতাই লিখি।
বিবাদের পথ আমাদের ছিন্ন করল
মতবাদের তর্ক আমাদের সরিয়ে নিল,
তাই ভাবলাম একটা কবিতাই হোক।
কবিতার অর্থহীন সব শব্দ গুলো যদি-
তোমার আমার মাঝে নিরর্থক ভালো লাগা বয়ে আনে
তাতে ক্ষতি কি?
তাই তো আজ আমি কবিতা লিখি।

কবিতা আমায় ভাবায়,
নতুন কোন পথে যদি সাথী খুজে নিতে হয়
তবে আমি কবিতাই নেব।
আমি চাইনা কৃতদাস হতে,
চাইনা আমি বঞ্ছিত পৃথিবীর
নৃসংশ আর্তনাদ শুনতে-
যে পৃথিবী আমার মায়ের মত-
তার বেদনা কি আর সহ্য হয়?
তাইতো আমি কবিতা লিখছি।

কবিতার ছন্দহীন ধূসর শব্দ গুলো
আমার মনে অন্ধকারের নিস্তব্ধতা নামিয়ে আনে।
যে অন্ধকারে আমার মনের চাপা ব্যথারা সব ভোরের বাতাসে মিলিয়ে যায়।
তাই ভাবলাম আজ নাহয় একটা কবিতাই হোক।

(বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।অনেক বর্ণ লিখতে সমস্যা হওয়ায় উহ্য রেখেছি)