নবনীতা দেবসেন একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আমদের পাক্ষিক দেশ পত্রিকায় (বই সংখ্যা ২০০৯)। জ্ঞানপীঠ বাংলাভাষার মনোনয়ন কমিটির সদস্য হিসবে নবনীতা দেবসেন আশাপূর্ণা দেবীর ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের নাম প্রস্তাব করলে অপর দু’জন পুরুষ সদস্য আপত্তি তোলেন। তথ্যটি ভয়ঙ্কর এ জন্য যে, এই দুই সম্মানিত সদস্যের কেউই তখন ‘প্রথম প্রতিশ্রুতি’ বইটি পড়েননি। যা হোক ব্যক্তিগত প্রচেষ্টায় নবনীতা দেবসেন অন্য সদস্যদের মত পাল্টাতে সমর্থ হন। আশাপূর্ণা দেবী ‘জ্ঞানপীঠ’ পুরষ্কারে ভূষিতা হন। নবনীতা দেবসেন লিখেছেন, ‘জ্ঞানপীঠের আলোকে এক ওজনদার মহৎ লেখিকাকে অবশেষে আবিষ্কার করলেন বাংলার উন্নাসিক বিদগ্ধ সমাজ।’ নবনীতা দেবসেন রুখে না দাঁড়ালে ‘নারীর সাহিত্য’ মার খেয়ে যেতে পারত… (এর পরে পড়ুন এখানে) :pdf:
সাহিত্যের নারী ও নারীর সাহিত্য
By সুবিমল চক্রবর্তী|2009-10-18T00:26:53+06:00অক্টোবর 18, 2009|Categories: নারীবাদ, সংস্কৃতি, সাহিত্য আলোচনা|Tags: নারীবাদ, সাহিত্য|1 Comment
About the Author: সুবিমল চক্রবর্তী
সুবিমল চক্রবর্তী, আমেরিকা (টেক্সাস) নিবাসী মুক্তমনা লেখক। মুক্তমনা ফোরামে নিয়মিত লেখেন। অগ্রবীজ ম্যাগাজিনের সাথে জড়িত।
সুবিমলদা,
মুক্তমনা ব্লগে স্বাগতম। আপনি অভ্র ডাউনলোড করে নিলে নিজেই ইউনিকোডে লিখে আপনার প্রবন্ধ পোস্ট করে দিতে পারবেন। পিডিএফ করে পাঠাতে হবে না।
আশা করছি ব্লগে আপনার নিয়মিত অংশগ্রহণ থাকবে।