আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি বিশেষ মহল মুক্তমনা সাইটের উপর আগ্রাসণ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে পূর্ব ইউরোপের একটি দেশ থেকে আমাদের সাইটে ক্ষতিকর স্ত্রিপ্ট চালিয়ে আমাদের সাইটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করা হয়।  আমরা বেশ কিছু সময় ব্যয় করে সাইটকে পুনরায় সচল করে তুলতে সমর্থ হই। গতকাল এসেছিলো আরেক দফা আক্রমণ। এর ফলে আমাদের পাঠক এবং সদস্যরা দীর্ঘক্ষণ আমাদের ব্লগে ঢুকতে পারেননি। আমরা আবারো শত্রুর মুখে ছাই দিয়ে খুব কম সময়ের মধ্যেই বাংলা ব্লগটিকে আগের অবস্থায় নিয়ে এসেছি। এডমিনের পক্ষ থেকে আরো কিছু কাজ বাকী।  আমরা এ ব্যাপারে পাঠকদের ধৈর্য কামনা করছি। আমরা এবারো অতি কম সময়ের মধ্যে আমাদের সাইটকে আগের জায়গায় নিয়ে আসবো বলে মনে করি। অনেকেই আমাদের ব্লগে ঢুকতে না পেরে ইমেইল করে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। শঙ্কা জানিয়েছেন। আমরা আমাদের পাঠক এবং সদস্যদের আশ্বস্ত করতে চাই এই বলে যে কোন মূল্যে আমরা মুক্তমনার আদর্শ উপরে তুলে ধরতে বদ্ধ পরিকর। যে কোন হুমকি ধামকি, কিংবা কাপুরুষোচিত আক্রমণ প্রতিহত করে সামনে এগিয়ে যেতে বদ্ধ পরিকর। কাপুরুষোচিতভাবে মুক্তমনার গতি স্তব্ধ করা যাবে না, বরং আমরা হব আরো সঙ্ঘবদ্ধ, আরো গতিশীল। মুক্তমনারাই করবে ভবিষ্যতের ইতিহাস রচনা, সেজন্যই তাদের এত ভয় মুক্তমনাকে!  আমরা আমাদের সিস্টেম থেকে ট্র্যাক করতে পেরেছি  এবারকার আক্রমণের উৎস বিন্দু। এ ব্যাপারে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ সহ নিরাপত্তাজনিত সকল কথাই আমরা ভাবছি, এবং শীঘ্রই যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

মুক্তমনার সাথে থাকার আহবান জানাচ্ছি সবাইকে। মুক্তমনা পরিবারের পক্ষ থেকে আমাদের শুভান্যুধায়ীদের ধন্যবাদ।

মুক্তমনা এডমিন