এই নিয়ে অনেক কিছুই লেখা যায় -কিন্ত আমি এই লেখা লিখছি ইন্দিরা গান্ধীর একটি ইন্টারভিউ এর পরিপেক্ষিতে। ইন্দিরা গান্ধী তখন বিদেশ সফরে-সবাই প্রশ্ন তুলেছে পাকিস্থানের আভ্যন্তরীন ব্যাপারে ভারত কেন নাক গলাচ্ছে? কেন বাংলাদেশ গেরিলাদের ভারত সাহায্য দিচ্ছে?

তার উত্তরে ইন্দিরা যে উত্তর দিয়েছিলেন, তাতে আমেরিকার মুখ সম্পুর্ণ ভোঁতা করে দিয়েছিলেন। বিশ্বের দরবারে প্রমান করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমেরিকা ও বৃটেনের দ্বিচারিতা।

আমার কাছে এই ইন্টারভিউটি একটি অনবদ্য মানব দলিল, যা জাতি দেশ ধর্মের উর্ধে উঠে মানবতাকে প্রতিষ্ঠা করে এবং মানবতা নিয়ে পাশ্চাত্যের মানুষের দ্বিচারিতাকে করে বেয়াব্রু বিচ্ছিন্ন।

সকল বাংলাদেশী ভাইদের অনুরোধ করছি এই ইন্টারভিউটি দেখার জন্যে-বোঝার জন্যে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থনে ইন্দিরা গান্ধী কিভাবে সমর্থন যোগাড় করেছিলেন।

httpv://www.youtube.com/watch?v=fKiQboyDMUo&feature=player_embedded