[১৬] রোজা রাখা কষ্টকর আর নামাজ পড়া বিরক্তিকর। বাঙ্গালি মুসলমানরা ধর্মের জন্য যতটা কষ্ট সহ্য করতে পারে, ততটা বিরক্তি নয়।

[১৭] একটি সভ্য সমাজে নগ্ন থাকাটা অশালীন, বোরখা পরাটা অশোভন

[১৮] সকল যোগ্য ব্যক্তির সফল হওয়ার প্রয়োজন নেই, তবে প্রত্যেক সফল ব্যক্তিরই যোগ্য হওয়াটা আবশ্যক।

[১৯] বাঙ্গালি সমাজে একটি ছেলেকে বাজে বলা হলে উছৃঙ্খলতা বুঝায়, আর মেয়ের বেলায় অশ্লীনতা

[২০] সত্য অধিকাংশ সময়ে মানুষকে বিপাকে ফেলে দেয়, আর তা থেকে উদ্ধার পেতে হয় মিথ্যার মাধ্যমে।

[২১] মানুষ অপ্রিয় সত্যের চেয়ে প্রত্যাশিত মিথ্যা শুনতে বেশি পছন্দ করে।

[২২] অজুহাত হলো দুষ্ট লোকের অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার

[২৩] বন্দী অবস্থায় তোলা ছবিতে মহা বীরকেও নেংটি ইদুরের মতো দেখায়।

[২৪] বাঙ্গালি সমাজঃ আদর্শ বধু = অনুগত দাসী

[২৫] মনুষত্বের সাধারন দিক গুলো আজ আমাদের কাছে মহত্বের নির্দেশক।

[২৬] বিরল কোন কিছু স্বাভাবিকতার উদাহরণ হতে পারে না।

[২৭] বাঙ্গালি চায় সুন্দরকে ধারণ করতে, সাথে সাথে তা অর্জনের প্রয়োজনীয় দায়ভারকে বর্জন করতে।

[২৮] যে কোন কিছু বার বার পুনরাবৃত্তির মাধ্যমে তার আবেদন হারিয়ে ফেলে।

[২৯] বিগত সময় দিয়ে আগামী সময়কে নিশ্চিত করা যায় না।

[৩০] মানুষ নিম্নমানের পন্য অপছন্দ করলেও টেলিভিশনে তার মডেলদের সবাই কম বেশি পছন্দ করে।

(১ম পর্ব) (৩য় পর্ব) (৪র্থ পর্ব)