পূর্ববর্তী পর্বের পর…

একবিংশ শতাব্দির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নবায়ন যোগ্য শক্তির উৎসের অনুসন্ধান[১]। পাশ্চাত্যের ধনী দেশ গুলোকে এক অমিত সুযোগ এবং বিষ্ময়কর সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলো জীবাশ্ম জ্বালানী গত বিংশ শতক জুড়ে। কিন্তু হতাশার বিষয় হলো, সেই নবায়ন অযোগ্য শক্তি রসদের ভান্ডার ক্রমশঃ অপস্মৃয়মান[২,৩] বর্ত্তমানে।

পুরোটুকু এখানে :pdf: