একবিংশ শতাব্দির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নবায়ন যোগ্য শক্তির উৎসের অনুসন্ধান[১]। পাশ্চাত্যের ধনী দেশ গুলোকে এক অমিত সুযোগ এবং বিষ্ময়কর সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলো জীবাশ্ম জ্বালানী গত বিংশ শতক জুড়ে। কিন্তু হতাশার বিষয় হলো, সেই নবায়ন অযোগ্য শক্তি রসদের ভান্ডার ক্রমশঃ অপস্মৃয়মান[২,৩] বর্ত্তমানে।
পুরোটুকু এখানে :pdf:
No problem
ডঃ বিপ্লব পাল,
আমি আন্তরিক ভাবে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আমার একটি বোকামীর জন্যে। গতকাল আপনার মন্তব্যের জবাব পোষ্ট করতে গিয়ে ভুল করে পুরো পোষ্টাই মুছে ফেলেছিলাম! এখন আপনার মন্তব্যের জবাব আমার হাতে কিন্তু আপনার অমূল্য মন্তব্যটি নেই। বসে বসে এখন নিজের চুল ছেঁড়া ছাড়া আর উপায় কি!
-কেশব অধিকারী।