সবাইকে শুভেচ্ছা – অনেক দিন পর এলাম। আনন্দ-বেদনার বিভিন্ন সমান্তরাল ও বিপ্রতীপ স্রোত এত হুলুস্থুল চলছে যে সব হিসেব ভ¨ুল হয়ে গেছে। যাহোক, আরো একটা স্তর এগোল আমাদের আন্দোলন, সবার সাথে ভাগ করছি।

*************************************

ইসলাম ও শারিয়া (৩য় সংস্করণ)
লেখক ঃ হাসান মাহমুদ
প্রকাশক ঃ শব্দশৈলী
ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ঃ ৯ই সেÌেটম্বর

 

 

‘‘এ বই ইসলামের প্রতি নিবেদিত একটি চিন্তাশীল মনের প্রতিফলন, যাতে রয়েছে একদিকে ইসলামের সুমহান
আদর্শ ও মূল্যবোধ অন্যদিকে ইসলামের নামে নানা রকম রীতি, প্রথা ও আইনের মধ্যে দুঃখজনক ব্যবধান
তুলে ধরার আন্তরিক প্রয়াস’’ – খ্যাতনামা ইসলামি গবেষক, লেখক ও বক্তা ডঃ ওমর ফারুক
‘‘ইসলামের নামে ইসলাম-লংঘনের বিরুদ্ধে এই বই দলিলবদ্ধ ব্রহ্মাস্ত্রত্র’’ – আবদুল গাফফার চৌধুরী
‘‘ইসলামে মানবাধিকারের ওপরে বাংলায় এমন বিপুল ও বিস্তারিত কাজ এই প্রথম’’ – ডঃ হাসান আজিজুল হক

চেয়ারপারসনঃ – প্রাক্তন রাষ্ট্রদূত ও পররাষ্ট্র-সচিব মিঃ ওয়ালিউর রহমান
প্রধান অতিথি ও মূল বক্তা ঃ- আবদুল গাফফার চৌধুরী
অন্যান্য বক্তাঃ – ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, ডঃ নিসার হোসেন, ডঃ সুকোমল বড়ুয়া, ডঃ শওকত আরা হোসেন ও মিঃ শাহ খায়রুল মুস্তাফা (হাক্কানি মিশন)

সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্য্যন্ত, – ইফতারের ব্যবস্থা আছে।
অনুষ্ঠান ইÏটারনেট-এ সরাসরি প্রচার করা হবে।
ইসলাম ও শারিয়া বইটি ঢাকার আজিজ সুপারমাের্কট-এ পাঠক সমাবেশ লাইব্রেরীতে পাওয়া যায়। বইটি সম্বন্ধে বিস্তারিত জানতে দেখুন মুক্তমনার  এই পোস্টটি

**************************************************