kotudriti

[১] হয়তো এক সময় মানুষকে উদ্ধারের জন্য ধর্মের প্রয়োজন ছিল, এখন প্রয়োজন মানুষকে ধর্ম থেকে উদ্ধারের

[২] জীবনে শুভাকাঙ্খীর অভাব হয় না, হয় সহযোগীর

[৩] মানুষ তার যোগ্যতা অনুযায়ী প্রতিটি জিনিস বিচার করে।

[৪] ক্ষমতা মানুষকে দূষিত করে তোলে।

[৫] মানুষ সফলতার কাড়াকাড়িতে যতটা না উদগ্রীব, তার চেয়েও বেশী উদগ্রীব নিজের ব্যর্থতা অন্যের উপর চাপাতে।

[৬]দুষ্টু লোকের চৌর্যবৃত্তিকে সাধারণ মানুষ মেধা ভেবে ভুল করে।

[৭] প্রকৃত জ্ঞানীর উদ্দেশ্য কখনো অসৎ হতে পারে না।

[৮] বিশ্বাস শব্দটি সন্দেহভাব প্রকাশ করে।

[৯] রাজনীতিঃ এদেশের দুর্বৃত্তদের প্রধান জীবিকা।

[১০] পরিবারের বয়োজ্যোষ্ঠ সদস্যরা হল প্রতিক্রিয়াশীল সমাজ ব্যবস্থা রক্ষার প্রথম সারির প্রতিনিধি।

[১১] বাঙলাদেশ- অব্যবস্থাপনার আস্তাকুঁড়।

[১২] পুরোপুরি সফলতা বলে কিছু থাকতে পারে, কিন্তু পুরোপুরি ব্যর্থতা বলে কিছু নেই।

[১৩] মানুষ চায় প্রতিষ্ঠিত কিছুর সাথে যুক্ত হতে, নতুন কিছু প্রতিষ্ঠার ব্যাপারে তারা সর্বদাই উদাসীন।

[১৪] ধর্মগ্রন্থগুলোর কাহিনী রূপকথার চেয়েও রূপময়।

[১৫] পরিচয় পর্বকালীন সময়ে মানুষ তার অর্জিত প্রাতিষ্ঠানিক সনদপত্রের জিকির গায়, কিন্ত বাস্তব জীবনে তাদের প্রাথমিক বইয়ের সাধারন
জ্ঞানটুকুও প্রতিফলিত হতে দেখা যায় না।

(২য় পর্ব) (৩য় পর্ব) (৪র্থ পর্ব)