প্রবীর ঘোষের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাথে মুক্তমনার সুসম্পর্ক বহুদিনের।  কোটিতে গুটিকতক মানুষ থাকেন যারা বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, অনুসন্ধিৎসু এবং স্বভাবতই সনাতনী অন্ধবিশ্বাসে শ্রদ্ধাহীন, নির্ভিক, বেপরোয়া, ফলে যুগে যুগে এরা ধর্মান্ধদের হাতে অত্যাচারিত। এমনই একজন আজীবন সংগ্রামী ও যুক্তিবাদী মানুষ হচ্ছেন প্রবীর ঘোষ।  তার ‘অলৌকিক নয় লৌকিক’ গ্রন্থটি আক্ষরিক অর্থেই অন্ধকার থেকে আলোতে উত্তোরণের দর্শন।  দীর্ঘদিনের পরিশ্রমলব্ধ গবেষণায় এবং অসাধারণ মননশীলতায় প্রবীর ঘোষ দেখিয়েছেন, পৃথিবীর  আপাত অলৌকিক বলে কথিত ঘটনাগুলো আসলে লৌকিক।  ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিরই একটি গুরুত্বপূর্ণ শাখা হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন । সেই হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুমিত্রা পদ্মনাভন, তাদের মুখপত্র ‘আমরা যুক্তিবাদী‘র শেষ চারটি সংখ্যা পিডিএফ আকারে মুক্তমনায় প্রকাশের জন্য পাঠিয়েছেন।  ইবুক আকারে  যুক্তিবাদীর সংখ্যা চারটি মুক্তমনায় প্রকাশ করা হল-

১ম সংখ্যা (জুলাই, ০৮)

২য় সংখ্যা (অক্টোবর, ০৮)

৩য় সংখ্যা (জানুয়ারী, ০৯)

৪র্থ সংখ্যা (মে, ০৯)

‘আমরা যুক্তিবাদী‘র সংখ্যা চারটি মুক্তমনায় প্রেরণ করার জন্য আমরা পত্রিকাটির প্রধান সম্পাদক সুমিত্রা পদ্মনাভনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

মুক্তমনা মডারেটর

জুলাই ১৫, ২০০৯