একই দিনে খবর এ আই জ়ির কর্নাধাররা ১৬০ মিলিয়ান ডলার বোনাস নিচ্ছে ট্যাক্স পেয়ারদের বেইল আউটের পয়সা থেকে। ওয়াশিংটন সব জেনেও আইনগত কারনে নাকি আটকাতে পারছে না-ক্ষোভই সার। এই এ আই জি বর্তমান কোয়ার্টারে ৬০ বিলিয়ান ডলার লস করে সরকার থেকে ১৬০ বিলিয়ান ডলার বেইল আউট প্যাকেজ পেয়েছে দুই দফায়। যেসব লোভী ম্যানেজারদের জন্যে আজ আমেরিকা তথা গোটা পৃথিবীর দুরাবস্থা, তারা মিলিয়ান ডলার বোনাস তুলছেন ট্যাক্স পেয়ারদের টাকায়। আর শিক্ষক-শিক্ষিকাদের তাড়াতে হচ্ছে স্কুল থেকে আমাদের ছেলেমেদের ভবিষ্যত অন্ধকার করে দিয়ে। ধণতন্ত্রের কঙ্কাল চারিদিকে।
ক্যালিফোর্নিয়ার শিক্ষার হাল এমনিতেই খুব করুন। ৫২ টি রাজ্যের মধ্যে ৫০তম। ৩৫% শিক্ষক-শিক্ষিকা কম এমনিতেই ছিল। এখানে একটু সামর্থ্য থাকলে সবাই ছেলেমেয়েদের বেসরকারী স্কুলে পাঠাতে বাধ্য হয়। এমন নয় বেসরকারীস্কুল আমেরিকায় সবাই পছন্দ করে। ইস্টকোস্টে বেসরকারী স্কুল গুলি মোটেও ভাল না-সবাই সরকারী স্কুল পছন্দ করে। ক্যালিফোর্নিয়াও ব্যাতিক্রম ছিল না-কিন্ত স্কুলে ৩৫% শিক্ষক শিক্ষিকা না থাকলে সেই স্কুল চলবে কি করে? এই ছাঁটাই এর পর-তা আরো মারাত্মক হল। এমনিতেই প্রাথমিক-মাধ্যমিক শিক্ষায় ক্যালিফোর্নিয়া সব থেকে পিছিয়ে। এবার স্কুলগুলো চলবে কি করে কে জানে! স্কুল চালানোর পয়সা নেই অথচ ঘটা করে এরা ইরাকের যুদ্ধ চালিয়ে যায়। যাতে ওয়াশিংটনের ঠিকেদারদের পকেট ভরে। জনসাধারনের ছেলেমেয়েরা শিক্ষিত হল কি না তাতে তাদের কি যায় আসে! ইরাকের যুদ্ধে শুধু ইরাকের লোকই মরে নি-আমেরিকান ভবিষ্যত প্রজন্মও পঙ্গু হয়ে গেছে শিক্ষার টাকা যুদ্ধে ঢালায়। হ্যাঁ-এটাই হচ্ছে উদারনীতির ধণতন্ত্র-সরকারকে লুঠে খেয়ে দেশকে দেউলিয়া করার রাজপথ।
ক্যালিফোর্নিয়া রাজ্য পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোৎকৃষ্ট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সিস্টেম চালায়। সেখানেও অধ্যাপকদের বলা হচ্ছে নিজেদের বেতন নিজেদের উপায় করতে হবে। সরকার বেতন দিতে পারবে না। তাদের প্রোজেক্ট থেকে স্যালারী জোগার করতে হবে। এটা অনেক স্কুলেই ছিল-এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল প্রফেসরদের এতে সমস্যা নেই। বিজ্ঞান এবং কলা বিভাগের অধ্যাপকরা সম্পূর্নই প্রায় সরকারি মাইনার ওপর নির্ভরশীল। কেও কেও ব্যাতিক্রম। তাদের সামনে ঘোর দুর্দিন।
আমি বুঝতে পারছি না ব্যাঙ্কগুলো বাঁচাতে শয়ে শয়ে বিলিয়ান ডলার ঢালা হচ্ছে। এই সেই ব্যাঙ্কগুলি- যাদের দুর্নীতি এবং লোভে আজ অর্থনীতি রসাতলে। সরকারে নিজেদের দালালদের ম্যানেজ করে তারা তাদের কৃতকর্মের পুরষ্কার স্বরূপ মিলিয়ান ডলার বোনাস পাচ্ছেন। আর ভুগছে সাধারন শ্রমিক। শিক্ষকরা। এইসব চোখের সামনে দেখে ভোটে বাক্সে ফেটে পরেছিল আমেরিকা-কিন্ত যত দিন যাচ্ছে অবস্থা আরো খারাপ হচ্ছে। ওবামা চেষ্টা করেও বোনাস আটকাতে পারছেন না। মাইনে বেঁধেদিতে গেলেন-তাই বেশ উঁচু মাইনে। সেটাও শুনছি আইন পরিবর্ত্তন না করে আটকাতে পারবেন না। সরকারী বেইল আউটের টাকায় সব ফাইন্যান্সিয়াল কোম্পানী তাদের ম্যানেজমেন্টের জন্যে লাস ভেগাসে আমোদের আয়োজন করছেন-আর স্কুলে শিক্ষক নেই। সত্যি একেই বলে ফ্রি-মার্কেট। আমার ত মনে হচ্ছে ফ্রি লুঠতরাজ।
এই ধরনের সমাজের পতন হতে বাধ্য। অটোকারেকশন এখুনি দরকার। আমেরিকানরা ব্যাঙ্ক এবং ইন্সুয়ারেন্সের জাতীয়করন দাবী করছে। কোন কোন সেনেটর এতে গলা মেলালেও, ওভারঅল কিছু হবে বলে মনে হচ্ছে না। কারন ভাইস প্রেসিডেন্ট জো বিদেন নিজেই একসময় সেনেটর থাকা কালীন ইন্সুরান্স কোম্পানীদের স্বার্থ দেখেছেন। ওবামা কেন বিদেনকে পছন্দ করলেন-আমাদের অনেকের কাছেই তা পরিস্কার না।
কিন্ত সে যাইহোক মন্দের ও ভাল দিক থাকে। দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এখন কংগ্রেসম্যানরা জনসনংযোগ এখন আরো ভাল করছেন। ফ্যাইন্যান্সিয়াল সিস্টেমের বিরুদ্ধে জনগনের ক্ষোভ সেনেটে দ্রুত পৌঁছচ্ছে। ব্লগে ব্লগে ক্ষোভ ফেটে পড়ছে। প্রযুক্তির সাথে গণতন্ত্র উন্নত হবে-এটাই কাম্য ছিল। সব থেকে বড় কথা এনরন থেকে ওয়ার্ল্ডকমের ঘটনায় জনগন এটা বুঝেছে নামি দামি দামী কোম্পানীর সি ই ও দের হিরো বানায় মিডিয়া-আসলেই তাদের সাথে পেশাদার চোরেদের পার্থক্য কম। উভয়েই টাকার লোভে জেলে যাওয়ারও রিক্স নিতে পারে। ফলে কর্পরেট আমেরিকার পক্ষে এই নতুন উজ্জীবিত জনগনকে সিএন এন আর ফক্স নিউজের গল্প দিয়ে ম্যনেজ করা যাচ্ছে না। আর কোন দিন যাবেও না। কারন স্যোশাল অলটারনেট মিডিয়াগুলো এখন আমেরিকাতে প্রচন্ড শক্তিশালী।
আমাদের দেশে ব্যাঙ্কিং এবং ইন্সিউরান্সকে বেচে দেওয়ার যে পক্রিয়া শুরু হয়ছে-তাকে থামাতে হবে। সিপিএম, কংগ্রেস, মায়াবতী, বিজেপি কেওই একে ঠেকাবে না। রাজনীতিবিদদের পার্টির নাম, এজেন্ডা বদল হয়-আসলে কেহই এই ব্যাবসায়ীগোষ্ঠির জাল কাটতে পারে না। এটা পশ্চিমবঙ্গে বামেদের অবস্থা থেকে পরিস্কার বোঝা উচিত। ওরা ভোট চাই বেসরকারীকরন আটকাবে বলে। কিন্তু সেরকম কিছু সদিচ্ছা থাকলে, আমি আগেই লিখেছিলাম, প্রকাশ কারাত তৃতীয় সার্কাসে বিজেপির প্রাত্তন দোশরদের পেছনে না ঘুরে, অন্যান্য রাজ্যে আন্দোলনে নামতেন, জমি তৈরী করতে। সেই সদিচ্ছা নেই। তাই যেসব বামপন্থী বেসরকারীকরন আটকানোর জন্যে সিপিএমের ওপর নির্ভর করতে চান-তারা মারাত্মক ভুল করবেন।
এই বেসরকারীকরন আটকানো বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের জাতীয়তাকরন, একমাত্র জনগনের চাপেই হতে পারে। মিডিয়া এই ব্যাপারে ব্যাবসায়ীদের পক্ষ নেবে-তাই আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে আমেরিকান মতন অলটারনেট মিডিয়ার আরো বেশী করে ব্যাবহার করতে হবে। আমাদের দেশে ইন্টারনেট সবার কাছে পৌছায় না-ফলে সেই অসুবিধাটা আছেই। কিন্তু যতটা সম্ভব ব্লগ, ইন্টারনেট রেডিও, ইউ টিউবের মাধ্যমে রাজনৈতিক সচেতন জনগন যেন অন্যদের সাথে তাদের ক্ষোভ এবং মতামত ভাগ করে নিতে পারে-সেই গণতান্ত্রিক আন্দোলন চালু করতে হবে। জনগনের মিডিয়ার সামনেই একমাত্র প্রকৃত গণতন্ত্র আসবে।
দুনিয়া জুড়ে আবার উলটো রথ এর হাওয়া বইতে শুরু করেছে। চিরকাল শুনে আসছি
সমাজতন্ত্র, জাতিয়করন, লাভ, লোভ, মুনাফা বিহীন অর্থনীতি ও সমাজব্যবস্থাই সুখ শান্তি ও
অগ্রগতির অভ্রান্ত পথ। এর পর নয়ের দশকে সমাজতান্ত্রিক দুনিয়ার পতনের পর পালটে
গেল পুরো চিত্রটা। দুনিয়াজুরে বিকট আওয়াজ বেসরকারিকরন, ব্যক্তিমালিকানা,পুজিবাদের
অবাধবিকাশ ও প্রতিযোগিতাই হল গিয়ে সমাজের অগ্রগতির মুলমন্ত্র। সে পথেও হোচোট
খেয়ে ধুলায় ধরাশায়ি। তাই আবার চিন্তা ভাবনা শুরু হয়েছে কট্টর ধনতন্ত ও সমাজতন্ত্রের
মাঝামাঝি কোনো মধ্যপন্থা। এ ব্যাপারে বিপ্লব পাল এর দাওয়াই মন্দ নয়। সেই সংগে
লোভকে বশীভুত করার জন্য কিছু তাবিজ কবচ এর ব্যাবস্থা।
আমার ধারণা পুঁজীবাদী বিশ্বে এগুলো খুবই প্রত্যাশিত।
আমেরিকান কর্পোরেশনগুলো সাধারণ মানুষকে কীভাবে জিম্মি করে রেখেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এআইজি। শুধু সাধারণ মানুষ নয়, সরকারও যে কতখানি অসহায় এদের কাছে সেটাও স্পষ্ট এখন। না হলে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার তাদেরকে বাঁচানোর জন্য যে টাকা দিয়েছে সেখান থেকে ১৬৫ মিলিওন ডলার মাত্র চারশ’ কর্মকর্তা বোনাস হিসাবে ভাগবাটোয়ারা (আসলে বলা উচিত লুটপাট) করে নিয়ে যাওয়ার পরেও কেউ কিছু করতে পারছেনা কেন। মাত্র গত ডিসেম্বরেই ৫৫ হাজার মিলিওন ডলার হাপিস করে দিয়েছে এই অর্থলিপ্সু লোকগুলাই।
ওবামা এবং তার প্রশাসনের এত তর্জন গর্জনের পরও বর্ষণ আসলে কিছুই হচ্ছে না। যদিও ওবামা তার ট্রেজারী সেক্রেটারী টিম গাথনারকে নির্দেশ দিয়েছেন সম্ভাব্য সবধরণের আইনগত দিক খতিয়ে দেখার জন্য যাতে এআইজি বোনাস হিসাবে এই টাকা তার কর্মকর্তাদের না দিতে পারে। কিন্তু বাস্তব সত্যি হচ্ছে এটাকে আটকানোর জন্য সরকারের হাতে আইনগত কোন উপায়ই নেই। কর্মকর্তাদের চুক্তি একেবারে নিশ্ছিদ্র। বিন্দু মাত্র ফাঁকফোঁকর রাখেনি তারা সেখানে। বেজায় ঘাঘু লোক এরা। এমনিই এমনিইতো আর পরের বাগানে ঘুঘু চড়ায় না তারা। আইনগতভাবে তাদেরকে বোনাস থেকে বঞ্চিত করার কোন উপায়ই নেই ওবামা প্রশাসনের হাতে। আঙুল চোষা ছাড়া।
ওবামা এখন যে কাজটা করতে পারে তা হচ্ছে নির্বাহী ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চুক্তিগুলোকে বাতিল করে দেয়া। কিন্তু এতে করে যে ধরণের আইনগত জটিলতা তৈরি হবে তা ওবামার জন্য রাজনৈতিক আত্মহত্যার পর্যায়েই চলে যাবে। সেই ঝুঁকি কি ওবামা নেবে? নেবে না যে তার লক্ষণ এখনি দেখা যাচ্ছে। বেইল আউটের পরবর্তী কিস্তি থেকে এই টাকা কেটে রাখার বাস্তবতা খতিয়ে দেখছে প্রশাসন। তবে এতে করে ক্ষতিগ্রস্থ কিন্তু সেই জনগণই। তাদের টাকাতেইতো বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই মরণাপন্ন শ্বেতহস্তীকে।
তবে ওবামাকে যে এআইজি নিয়ে ভুগতে হবে সেটা নিশ্চিত। এআইজির বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে কংগ্রেসের কাছ থেকে পরবর্তীতে টাকা চাওয়া বা পাওয়া কষ্টকরই হবে ওবামার জন্য। বহুত খতরনাক জিনিস এই কংগ্রেস।
আরেকটা হতে পারে বেইল আউটের বাকী টাকা না দিয়ে মুমুর্ষ এই হস্তীকে ইন্নানিল্লাহ জানানো। কিন্তু সেটাও সম্ভব নয় এর ব্যাপক বিস্তৃত শিকড় বাকড়ের কারণে। এআইজির পতন হলে বিশ্বব্যাপী অর্থনৈতিক বাজারে তরঙ্গায়িত প্রভাব (Cascading Effect) পড়বে। ১৪০টা দেশে এর শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে। অসংখ্য ব্যাংক এআইজির উপর নির্ভরশীল। এআইজির কর্মকর্তারা ব্যর্থ হতে হতে এমনি ব্যর্থ এক পচাগলা দুর্গন্ধযুক্ত কোম্পানীতে একে পরিনত করেছে যে এখন না খেয়ে হলেও আমেরিকান জনগণকে একে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখতেই হবে। একে বিদায় জানিয়ে যে হাত পা ধুঁয়ে নিশ্চিন্তে একটু বসবেন সে উপায়ও রাখেনি এই বোনাসওয়ালারা।
এদের উপর লোকজন এমনই খেপেছে যে, কেউ কেউ বলছে যে, চুক্তি এদের বোনাসের নিশ্চয়তা দিয়েছে ঠিক আছে, কিন্তু চাকরির নিশ্চয়তাতো আর দেয়নি। কাজেই, বোনাসের পরেই লাথি দিয়ে এই অপদার্থগুলোকে দূর করে দেয়া দরকার এআইজি থেকে। কেউ কেউ অবশ্য আরো একধাপ এগিয়ে গেছেন। যেমন সিনেটর গ্রাসলি। এআইজির কর্মকর্তাদের জাপানীদের স্টাইলে হারিকিরি করার পরামর্শও দিয়েছেন তিনি।
এআইজি বিষয়ে আরো বিস্তারিত যারা জানতে চান তারা নিচের লিংকগুলোতে ক্লিক করে দেখতে পারেন।
http://www.time.com/time/politics/article/0,8599,1885668,00.html
http://www.economist.com/finance/displayStory.cfm?story_id=13312913&source=features_box2
http://online.wsj.com/article/SB123721970101743003.html
http://www.time.com/time/business/article/0,8599,1841699,00.html
http://www.msnbc.msn.com/id/29733519/
http://news.yahoo.com/s/ap/20090318/ap_on_go_co/aig_outrage