বেসরকারী টিভি চ্যানেল থেকে
বিডিআর ‘বিদ্রোহ’ নাকি পরিকল্পিত ‘গণহত্যা’?
প্রথম যখন বিডিআর বিদ্রোহের খবর পাওয়া গিয়েছিলো, তখন অনেকেরই তাদের প্রতি খুব সহানুভূতি ছিলো। কেউ কেউ একে ‘প্রলেতারিয়েতদের বিল্পব’ বলেও অভিহিত করে ফেলেছিলেন। এখন বোধ হয় সেই সহানুভূতি অনেকের মধ্যেই আর নেই। একের পর এক বেরিয়ে আসছে গণকবরের সন্ধান। প্রায় দেড়শর উপরে সেনাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যাপারটা কি তাৎক্ষনিক উষ্ণতার বহিঃপ্রকাশ ছিলো, নাকি এর পিছনে ছিলো কোন সুদূরপ্রসারী পরিকল্পনা? এ নিয়ে সব জায়গায় আলোচনা এখন তুঙ্গে।
বেসরকারী টিভি চ্যানেল থেকে কিছু ভিডিও এখানে দেওয়া হল ইউটিউবের সৌজন্যে-
– এই মর্মান্তিক ঘটনা হয়ত একদিনের ক্ষোভ থেকে হয়নি বরং তা দীর্ঘদিনের পুঞ্জীভুত ক্ষোভের বহিপ্রকাশ বলে মনে করা হচ্ছে । বিডিআর জওয়ানদের এত বড় আক্রমণ কোন পুর্বপরিকল্পনা ছাড়া সম্ভব না বলে অভিজ্ঞজনেরা মনে করছেন। সেক্ষেত্রে সেনাবাহিনীর অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তার কোন আঁচ পেলনা কেন?
– বিডিআরদের বক্তব্যে এটা স্পষ্ট যে তারা বহুদিন ধরে তাদের দাবিদাওয়া করে আসছেন। কর্তৃপক্ষ সেগুলো আগে আমলেই নিলেন না কেন?
– সেনাবাহিনীর দূর্নীতির খবরগুলো এত পরে লাইম লাইটে এলো কেন? ফকরুদ্দীন-মঈন সরকারের আমলে ঘটা করে রাজনীতিবিদ আর সিভিল জনগনের দূর্নীতির হদিস পেলো দুদক, কেবল আর্মির দুর্নীতি থেকে গেলো লোকচক্ষুর অন্তরালে। কেন? আপনি কি মনে করেন মেজর জেনারেল শাকিলের ডাল-ভাত কর্মসূচীর দূর্নীতি বিডিআরদের এই নৃশংসতায় কোন প্রভাব ফেলেছে?
– বিডিআরদের সায়ত্বশাসনের দাবীই বা কতটুকু সমর্থনযোগ্য বলে পাঠকেরা মনে করেন?
– প্রধানমন্ত্রী বিডিআরকে ঘটনার পরপরই তাদের দাবী অনুযায়ী সাধারন ক্ষমা ঘোষনা করেছেন। এই সিদ্ধান্ত এখন সমালোচনার মুখে পড়েছে। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত হটকারী ছিলো নাকি সে সময় অত্যন্ত সময়োপযোগী ছিলো? সার্বিকভাবে সরকার কি ঘটনা সামাল দেয়ার ক্ষেত্রে দূরদর্শীতার পরিচয় দিয়েছেন, নাকি অপরিনামদর্শীতার?
– দরবার হলে কেউ অস্ত্র নিয়ে যেতে পারে না বা যাওয়ার রেওয়াজ নেই বলে শোনা যায়। অথচ মিডিয়ায় প্রথমে এসেছিলো যে ডিজি প্রথমে গুলি করে জওয়ানদের উপর, তারপরই নাকি জওয়ানরা বিদ্রোহ করে; কিন্তু আজ বেরিয়ে এসেছে কথাটা মিথ্যা এবং পরিকল্পিত। কেন এই পরিকল্পিত মিথ্যা অত্যন্ত সফল উপায়ে রটানো হল?
– অস্ত্রাগারের চাবি নাকি কোন উর্ধ্বতন কর্মকর্তার কাছেই রক্ষিত ছিলো এবং গোলাবারুদের মজুতখানাও নাকি অস্ত্রাগার থেকে বেশ দূরে। দরবার হলে ঘটে যাওয়া ঘটনাগুলো এতো দ্রুততার সাথে কিভাবে ঘটানো সম্ভব হল ?
– ঘটনা ঘটার পরপরই প্রায় সকল জওয়ানদের মুখমণ্ডলে লাল কাপড় বাঁধা থাকতে দেখা গেলো। এতগুলো কাপড়গুলো কখন এবং কিভাবে সংগৃহিত হলো ?
– শুধু অফিসার হত্যা নয়, তাদের কলোনি ও পুড়িয়ে সম্পূর্ণ ভস্ম করে দেয়ার চেষ্টা করা হয়েছে। নারী এবং শিশুদের নিপীড়ন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সাধারণ পোশাকে ধৃত জওয়ানদের কাছ থেকে লুটপাটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধারও করা হয়েছে । এগুলো কিসের আলামত বলে পাঠকেরা মনে করেন?
– এই নজীরবিহীন বিডিআর বিদ্রোহের পেছনে কি কলকাঠি নেড়েছে কেউ? এই রক্তক্ষয় কি আসলে কোন বৃহৎ পরিকল্পণার অংশ?
প্রিয় পাঠক আপনার কি অভিমত? আপনার প্রতিক্রিয়া জানান।
অনেক প্যাচাল শুনলাম বি ডি আর এর পক্ষে বিপক্ষে। কিন্তু এতদিন হয়ে গেল আমরা কোন উপসংহার খুজে পেলাম না। এলিট সমাজ এত কিছু করেও এর সুরাহা না করতে না পারাটা অবিস্বাস্য। আর এখানে রাজনীতির কথা আসাতে অবাক হলাম।
ঘটনার সাথে কারা জড়িত আছে তা এখনো লোকচক্ষুর আন্তরালেআই রয়েছে।
এত বড় একটা ঘটনার সত্য সাধারন মানুষদের কাছে গোপন করা হল কেন তা আমি বুঝলাম না। সাধারন মানুষরা সবসময় অন্ধকারে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। হায়দার হোসেনের করা গানটা দেখলে এখনো চোখ ভিজে আসে।
এত গুলো পরিবার!এরপর আবার এ নিয়ে দুদল তাদের যথারীতি রাজনীতি করা শুরু করেছে। বাড়ি লইয়া টানা টানি। আর কাঁহাতক সহ্য করা যায়?
তবে বাঙালিদের মাথা হতে এত উৎকৃষ্ট মানের হত্যার বুদ্ধি এসেছে এটা কেন জানি বিশ্বাস হতে চায় না। আবার ইতিহাস মনে করলে এর বিপরিত দিকটাও সামনে চলে আসে।
কারো তো কিছু হলনা মাঝখান থেকে পরিবার গুলো ধংস্ব হয়ে গেল। আমরা তো আজ বাদে কাল সব ভুলে যাবো। বেশি হলে আগামী বছর পত্রিকায় আবার পুরোনো খবর দেখে একটু হা হুতাশ করব। কিন্তু পরিবার গুলোর কি হবে?
I ditto to the latest revised list of suspects (for BDR Mutiny in BD) given by Abul Kasem. Only thing I would like to add with this great list are: CIA, RAW and Mossad. I think that completes the perfect list of suspects.
SKM
আমার এক বন্ধু কিছুখ্খন আগে একটা মন্তব্য পাঠিয়েছেন এরকম, “এই রুদ্ধদ্বার বৈঠকের অডিও কিকরে ইন্টারনেটে প্রচারিত হলো প্রধান মন্ত্রী সেনা প্রধানকে এবিষয়ে জানতে চাইলে তিনি কি জবাব দেবেন”। সত্যিতো ব্যপারটা তাহলে কি ? মনে কি হচ্ছেনা যে আমাদের সেনাবাহিনী কতোটা অরখ্খিত এবং দুষ্টচক্রের কবলে অবরুদ্ধ ?
আমি বেশ কয়েকবার এই অডিও ফাইল গুলো শুনেছি, বুঝতে চেষ্টা করেছি । আমি সন্দেহের তীর ছুড়তে রাজি নই এখনি । কারণ তদন্ত চলছে । তবে এখানে যে একটা ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে ভেতরে ভেতরে হয়েছে এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই । হয়তো এর শেকড় অনেক দূর পর্যন্ত প্রথিত ।
কিন্তু মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সেনা কর্মকর্তাদের কথা বলার ঢং এবং আচড়ন আমার মনোঃপূত হয়নি । আমি সেনা সদস্যদের মনোবেদনা বুঝেছি, তাঁদের প্রতি আমার যথাযথ ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই আমার মনে হয়েছে প্রধান মন্ত্রীর সঙ্গে তাদের আচড়ন যথেষ্ট উদ্ধত এবং প্রোটোকল বহির্ভূত ছিলো । আমার মনে হয়েছে যে সংশ্লিষ্ট সেনাদের তাঁদের স্ব স্ব উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের সাথেও এমন আচড়ন বাঞ্ছনীয় নয়, কিংবা সাহস করবেন না । তবুও মাননীয় প্রধান মন্ত্রী অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে তাদের কথা শুনেছেন । সরকার প্রধানকে তো আমার কাছে যথেষ্ট ইতিবাচক মনে হয়েছে । আপনারা কি বলেন ?
@Keshab K. Adhikary,
:yes: :yes: :yes:
@suman,
ধন্যবাদ সুমন !
কেশব অধিকারী
Having read Nastiker dharmakatha, I have changed my mind.
Here is my revised list of suspects:
Sheikh Hasina (she wants to sell BD to India)
Joy and Kristina (Hasina’s son and Daughter-in- law. They will benefit from the above sale)
Guru Nanak (OOPS! there are no Shiks in BD)
Sahara Khatun (Or perhaps Begum)
General Moin (wants to be BD president)
Tufail Ahmed (he had planned it a long time ago)
Zillur Rahman (President of BD, his wife was killed by militants)
Motia Choudhury (injured in a street protest march; she wants a revenge)
Rashad Khan Menon (Menon is certainly a Hindu title)
Abdul Jalil (AL President wants to be the PM)
Hasanul Haq Inu (maintains a gang)
Mukto-Mona (preaching hatred against Islam)
Avijit Roy (ditto)
Abul Kasem (ditto)
Syed Kamran Mirza (ditto)
Muhammad Asghar (ditto)
Akash Malik (wrote about Islamic blood shed)
…..
RAW
CIA
FBI
MI5
MI6
Scotland Yard
The Pope
Israel MOSSAD
Israel SHINBET
The Zionists
The Jews (around the globe)
President Bush (wanted revenge on OSAMA, oops, OBAMA. Bangladeshi lives are cheaper than Arab lives)
Tony Blair (to tarnish the image of Islam)
Bollywood (wanted to make a movie of live
slaughter)
Hollywood (ditto)
RSS (Hindu fundamentalists)
VHP (Vishwa Hindu Parishad)
BD Hindus (one alleged BDR conspirator’s name sounds of a Hindu name)
….
@Abul Kasem,
দ্বীমত পোষনকরা কে কি আপনি স্পর্ধা মনে করেন ?
যদি না করেন তবে এতটা ক্ষেপে গেলেন কেন ?
@Abul Kasem,
হাঃ হাঃ ভাল লিস্ট হয়েছে কাশেম ভাই। তবে জেনারেল মঈন সাহেবকে একটু বেমানান লাগতেছে লিস্টটায় 😀 :chic:
একটা সাইট পেলাম, প্রধান মন্ত্রীর সাথে আর্মি সদস্যদের আংশিক কথোপকথন সেনা কূন্জে । লিংকটা দিয়ে দিলাম । শুনুন ।
pপাখির ডাকে হিন্দু শোনে – হরে কৃষ্ঞ, রাধা। মুসলমানে শোনে – আল্লা, রসুল, খোদা। আর মুদি দোকানী শোনে- পিয়াজ, রসুন, আদা !!!!!!!!!!!!!
@Abul Kasem,
আপনার সন্দেহের তালিকা দেখে ভালো লাগলো। তবে সন্দেহের তালিকা কোন নিশ্চিত তালিকা নয়- এবং যেহেতু এতা কেবল অনুমানের উপর নির্ভরশীল সেহেতু- বিভিন্ন দিক থেকে যেসব সন্দেহ তালিকার কথা আসছে- সবই উচ্চারিত হওয়া দরকার…….
আওয়ামিপন্থীরা জামাতী বা সাকা চৌ এর নাম জোরেশোরে প্রচার করলেও- খোদ সেনাকুঞ্জে আওয়ামি কিছু নেতার নাম সন্দেহের তালিকায় আছে বলে শোনা গেছে বা গুজব রটেছে।
সবার প্রথম নাম: নানক। কথিত যে- তিনি ডিএডি তৌহিদের ক্লাসমেট এবং এই ঘটনার কিছু আগে থেকে নানকের সাথে তৌহিদের নিয়মিত যোগাযোগ হতো।
এর পরের অভিযোগ- যেটা সরাসরি শেখ হাসিনাকেও প্রশ্ন করেছিল কর্মকর্তারা: সাহারা – নানক। তারা সমঝোতার নামে বিদ্রোহীদের রক্ষা করেছেন- সেই রাতে হাজার হাজার বিডিআরকে পালিয়ে যেতে সাহায্য করেছে।
এর পরের অভিযোগ- শেখ হাসিনা স্বয়ং। সেনা কর্মকর্তারা নানাভাবেই শেখ হাসিনাকে একুইজ করছিলেন- দেখে তাই মনে হচ্ছিল। ২৬ তারিখের ডিনার কেন ক্যানসেল করলেন- ২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে এটা জানানোর আগেই কেন ২২ তারিখেই ফ্লাশ হলো- ইত্যকার প্রশ্ন সরাসরি শেখ হাসিনাকেই করআ হয়েছে…., শেখ হাসিনা কেন- সেনাবাহিনীর ভয়ে পলাতক নানক-আজম, সেনাবাহিনী কর্তৃক টর্চারড জলিলকে সেখানো পাঠালো?………. ইত্যাদি।
এসব ষড়যন্ত্র থিউরি সবই বোগাস ও ফালতু। এই ফালতু কথাগুলো বলার উদ্দেশ্য একারণে যে- যারা আওয়ামিলীগের মোহে অন্ধ এবং সব রোগের কারণ একটি নির্দিষ্ট ভাইরাসকেই দেখে- তাদের দেখিয়ে দেয়া যে- এইসব নানারকম থিসিস নানাজনে নানা উদ্দেশ্যে বের করছেন। ষড়যন্ত্র আছে কিনা, থাকলে কারা জড়িত- সেগুলো তদন্তে বের হোক- এতটুকু দাবিই করতে পারি- কিন্তু তা না করে যে যার মত ভাইরাস নির্দেশ করে যাওয়ার উদ্দেশ্যই হলো- যা কিছু দৃশ্যমান- তাকেই আড়াল করা।
কেন ভাই, যা জানি না- তা নিয়ে গুজব তৈরি করা? তারচেয়ে- এই সিস্টেমের যেসব গলদ, অধস্তনের ক্ষোভের যে উৎস তাকে নিয়েই টান মারি চলেন সবাই…..।
@nastiker dharmakatha,
যদি সেটাই প্রকৃত কারন হয় টান অবশ্যই মারতে হবে। কিন্তু আমার মনে হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের আরেকটু অপেক্ষা করা উচিৎ।
এখানকার অধিকাংশের মতের সাথেই দেখছি আমার মিলছে না…..
জানি না, কোথায় সমস্যা হচ্ছে- তবে আমরা যারা জামাত-রাজাকার বিরোধী; তাদের অনেকের ক্ষেত্রেই দেখি- যেকোন কিছু অপকর্মের সাথেই জামাতকে যুক্ত করতে পারলে খুশী হই- একইভাবে অনেক সময় আমরা নাস্তিকেরাও যেকোন কিছুর সাথে ধর্মকে (এই বাংলাদেশের আমরা ইসলামকে) যুক্ত করতে পারলে অনেক কিছু করা হলো মনে করি…
আজকে- বিডিআর এ যেসমস্ত ঘটনা ঘটলো- সেটিকেও ষড়যন্ত্র বলে রায় দেয়া- জামাত/জেএমবি’র সংশ্লিষ্টতা খুজে পাওয়াকেও সেরকমই মনে হচ্ছে…….
একমাত্র বিপ্লব পালকেই দেখলাম বিষয়টা ভিন্নভাবে দেখতে পারছেন……
একটা বিষয় সকলের মাথায় রাখার আহবান জানাই- হাজারে হাজারে সৈনিক কি ষড়যন্ত্রের সাথে যুক্ত? এত সৈনিকের সাথে জামাত/জেমবির যোগাযোগ তৈরি হয়েছে?
যদি ধরেও নিই যে- কোন ষড়যন্ত্র ছিল/ পূর্ব পরিকল্পনা ছিল- তারপরেও কিভাবে ভিতরের হাজার সৈনিক এর সাথে যুক্ত হলো?
এরা কি এর পরিণাম জানতো না? আর্মির অভ্যন্তরে সামান্য বেয়াড়া হওয়ার শাস্তি কি সেটা কি তাদের অজানা ছিল? ফলে- তাদের সে ষড়যন্ত্রের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্য কি ছিল?
যে হত্যাকাণ্ড ঘটেছে- সেটা মর্মান্তিক, কিন্তু এভাবে সবাই মিলে কেবল ষড়যন্ত্র থিউরি নিয়ে ব্যস্ত হলে কেমনে হবে? যে সিস্টেম এই বাহিনীগুলোর অভ্যন্তরে জারি আচে- সেই সিস্টেম নিয়ে কথা বলার সময় এসেছে বলে আমার মনে হয়। এই বৈষম্য মূলক, জমিদারি মূলক ব্যবস্থা জারি থাকলে- নিগৃহীতরা আবার জ্বলে উঠবেই- কোনরূপ আদর্শ/উদ্দেশ্য না থাকলে সে জ্বলে উঠা শ্রেফ নৈরাজ্যে রূপ নিবে; এমনকি যারা ষড়যন্ত্র থিউরিতে বিশ্বাসী তাদেরো বলতে পারি- এমন ব্যবস্থা জিইয়ে রাখলে- এদের ক্ষোভকে কাজে লাগিয়ে আবার আরেকটি যড়যন্ত্র তৈরী করাও হতে পারে…….
@nastiker dharmakatha,
এ ক্ষেত্রে নাস্তিকের ধর্মকথার সাথে বোধ হয় একমত হওয়া ছাড়া গত্যন্তর নেই। এদের ষড়যন্ত্র থিওরী খুবই সরলীকরণ। একপক্ষ দূষছে জামাত শিবিরকে, যেন জামাত চাইলো আর বিডিআর জওয়ানরা হত্যায় মেতে উঠলো, আরকি! আবার আরেক পক্ষ যথারীতি এতে সাম্রাজ্যবাদী আমেরিকার হাত আবিস্কার করে ফেলেছে। চিন্তা মনে হয় খুব সরল রেখায় চলে …
@nastiker dharmakatha, আমি আপনার সাথে পুরোপুরি এক মত।
sobkisu otisottor dhamachapa deyoar jonno bortoman sarkar o media tritiyo sokti namok ek odrishso vuter ghare oti nipun vabe sob dosh chapate chaise. BDR O ARMY uvoy e rashter oti guruttopurno ongsho.tai tader antorborti songghorshe rashto e sorbapekha khotigrosto hobe.
@samir,
বাংলায় কমেন্ট করার জন্য অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিন। আপনি যেভাবে ইংরেজী হরফে বাংলা লিখছেন, সেটা অভ্রতে লিখলে সরাসরি বাংলায় রূপান্তরিত হয়ে যাবে।
এছাড়া আমাদের ফীচারগুলোও ব্যবহার করতে পারেন।
@অভিজিৎ, ধন্যবাদ।
Here is my list of suspects:
Jamat BD
JMB
ISI
Laskar E Taiba
HUJI
Tablig Jamaat BD
Jaise Muahammad
Hijb at Tahrir
Muslim League
BNP (?) perhaps not so open, subtle–silent support.
Nihoto sob sena sodossoer poribar ke flat bari ar mota onker taka debar kotha suna jacche, kintu ghotonay nihoto besamorik nagori ra kikisui pabe na!!??
বার বার চোখ ভিজে আসছে জলে। এত্তগুলো মানুষ(সেনা অফিসার)কে ওরা বিদ্রোহের নাম দিয়ে মেরে ফেললো। এটাকে কোনভাবেই শুধু বিদ্রোহ বলে চালিয়ে দেয়া যায়না। আনন্দবাজারে দেখলাম জামাতের সম্পৃক্ততার কথা, এদিকে জামাতের মিলাদের মোড়কে তার প্রতিবাদের ধরণে সন্দেহ উকি মারছে বৈকি। সেনা বাহিনীর ধৈর্য প্রশংসার দাবিদার। আশা করি খুব দ্রুত অপরাধের কারন আমরা জানতে পারবো এবং সেই সাথে হবে এর সুষ্ঠু বিচারও। শোকাহত পরিবারের জন্য সমবেদনা।
Obviously this could not be just an ordinary mutiny only for livelihood demands. It was well planned and deeper conspiracy to undo Awami-led Govt. Jamaati Islamic war criminals were behind it with the support of Pakistani ISI and some elements of BNP were also behind it. So many Army officers were intentionally killed to create serious repercussions and anger so that Army revolts against the Govt. and to bring back Martial law only to topple Awami-led democratic govt. so that there could be no war criminal trial at all. It was well planned indeed!
Syed K. Mirza
What is Genocide?
…any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:
(a) Killing members of the group;
(b) Causing serious bodily or mental harm to members of the group;
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
(d) Imposing measures intended to prevent births within the group;
(e) Forcibly transferring children of the group to another group.
As the story and extent of atrocities unveils, it increasingly reminds me of the incident of Roumari where the BDR soldiers under the leadership of their Army Commanders repulsed the BSF attack and several BSF jawans were killed. This was the first ever incident after the Liberation war where Indian soldiers (BSF) were killed in such numbers by the BDR. BDR’s response to the incident was swift and decisive that surprised many on the other side of the fence. The Indians did not take the killings of the BSF jawans lightly. They also claimed that the bodies of their soldiers were mutilated, and there were widespread demands by the Indians (shown in NDTV talk shows) to bomb BDR HQ; but since the BSF were indeed inside Bangladesh, and BDR was acting legitimately, India was in a weaker position on that incident.
Keeping that incident in perspective, it would not be too far-fetching to imagine that the revenge of Roumari incident was finally materialized in Bangladesh inside the BDR HQ by some rouge elements. The only beneficiary of a weak BDR is the outside forces, who want our borders to remain unprotected and who wants to see an unstable Bangladesh rife with mistrust and weakened national security. There are reports in the Indian newspapers that they would like to send peacekeepers in Bangladesh! Indeed, if the fall out of this incident cannot be diligently managed, composedly handled and maturely dealt, the situation can go out of control.
The incident to me increasingly looks like a ‘mass killing’ then a ‘revolt’ for fulfilling demands. I wouldn’t be surprised to know that there were infiltrators, a hard core group who meticulously planned and executed it and have fled. Remember, soldiers from all over the country were inside the BDR HQ for the celebration of BDR week. The rebels also killed a good number of BDR soldiers as they refused to join them while many helped to save some of the officers taking risk of their life.
এটাকে স্পষ্টতই গণহত্যা বলেই মনে হচ্ছে । এর পেছনে তৃতীয় কোন সংঘটিত শক্তির ইন্দন বা সংশ্লিষ্টতা রয়েছে এমন পৈশাচিক আলামতই তো একে একে উন্মোচিত হচ্ছে !
জামাত ও হুজি জঙ্গিগোস্টি রয়েছে বিডিআরের সুপরিকল্পিত বিদ্রোহের পিছনে। ভারতের
গোয়েন্দা সংস্থার অভিমত এটি। হাসিনা সরকারও তাই মনে করছে প্রাথমিক তদন্তের পর।
ষড়যন্ত্রের জাল ছিন্ন বিছিন্ন করতে আরো কিছু সময় লাগবে।
@chanokya, some idiots like U always sees jamaat and BNP against any kind of protests… come to the reality .. come in Bangladesh and try to see the real picture.. dont comment from ur fantasy! shame on u !
@himalay, himalay tumi jodi paro taile chanokya er mukhe jooooooota dia 100 ta bari marba.taile tomar naam a moshjide milad dimu!!!!!!
@enamul ihssan rumi<– এইসব বেয়াদপদের বক্তব্য যে কেন ছাপানো হয়!!
@himalay<< A great probability of jamaat & huji involving with that incident. Moreover, chaynika says what is suspection of the investigation teams.
বিডিআরদের বক্তব্য ছিল এক রকম, আর কর্মকর্তাদের বক্তব্য আরেক রকম, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক যে মুক্তিপ্রাপ্ত কর্মকর্তাগণ বেরিয়ে এসে নিজেদের সাপোর্টে একটি সাজানো ঘটনার বিবরণই দিবে, প্রকৃত ঘটনা যাই হোক। তারা পুরো ঘটনাটাকে বিডিআরদের একটি নৃসংশ হত্যাকাণ্ডরূপে সাজানোর প্রয়াস চালাবে, প্রয়োজনে তথ্য গোপন রেখে। অফিসাররাই কিন্তু সুপ্রিম, মিডিয়া শেষ পর্যন্ত অফিসারদের বক্তব্যই গ্রহণ করবে। মণ্ত্রনালয় সুনিশ্চিতভাবেই কর্মকর্তাদের সাপোর্টে যাবে এবং তাদের সাজানো বক্তব্য সহেজই গ্রহণযোগ্য হবে। আমার ধারণা, এখন আর বিডিআরদের কাছ থেকে কোন বিবৃতি নেয়া হবে না, শুধু অফিসারদের বক্তব্যানুসারে বিডিআরদেরকে দোষী সাব্যাস্ত করে বিচারের নামে কোর্ট মার্শাল করে ফায়ারিং স্কোয়াডে দাড় করানো তথা, সরকারের পক্ষ থেকে বিচারের নামে প্রহসন হবে। য়ে জন্য তাদের এই হত্যাকাণ্ড বা বিদ্রোহ, আসলে তার কিছুই হবে না। অনেকে বলেন, আলোচনার মাধ্যমে দাবী-দাওয়ার ব্যাপারে সমঝোতা করা যেত, কিন্তু আসলে ব্যাপারটা অত সহজ ছিল না। বিডিআরদের ভাষ্র্যমতে, তাদের কোন দাবী-দাওয়া ওঠার সাথে সাথে তা অফিসারদের কর্তৃক রিজেক্টেড হয়ে যেত। তাদের দাবী শোনার মত কেউ ছিলেন না, ফলে পুন্জ পুন্জ করে গড়ে ওঠা ক্ষোভ এবং না পাওয়ার বন্ঞনার ফলেই এই আত্মবিধ্বংসী ঘটনার অবতারনা।
@আরিফ খান,
আপনার বিশ্লেষণ অতি সরলীকরণ মনে হচ্ছে …
গভীর ষড়যন্ত্র !
Let us not forget to find out whether Jamat or any other Islamic terrorist group is behind this mass madness.