বানরনামা
শুনিয়া রাখ দু’কান খুলে
ওহে নারী-নর
ডারউইন কিন্তু বলেননি হে-
মানুষ ছিল বানর।
একই রকম আদি কোষ
হইতে উদ্ভব
জীবজগতে বিরাজ করি
আমরা যত সব।
বহু মিলিয়ন বছর ধরে
পরিবেশের হয় বদল
কেউ বা হয় বিলুপ্ত
কেউ থেকে যায় সচল।
পরিবেশে তাল মিলাতে
কেউ বা পালটে আকার,
এক দু-দিনে ঘটেনি
এ সব বিবর্তনের ব্যাপার।
বানরের যে আদি পুরুষ
মানুষের ও তা
মানুষ তবে ছিল বানর
এ ডাহা মিথ্যা।
না পড়িয়া, না জানিয়া
ডারউইনকে দেয় গালি,
এরাই যদি বানর না হয়
বানর কাদের বলি!
-চক্রবাক
12th February, 2009
খুব ভালো লাগলো চক্রবাকের কবিতাটি। আমাদের কবিতায় বৈজ্ঞানিক বিবর্তন ঘটবেই একদিন।
দারুন !!!
:chic: :rotfl: 😀
ওয়াউ………………। ফ্যান্টাসটিক 😀