বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে ড. অজয় রায়ের সাক্ষাকার

বিপ্লব পাল

মুক্তমনার সভাপতিমন্ডলীর সদস্য ড. অজয় রায়কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি  বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজবি, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও নিবেদিতপ্রাণ গবেষক। জনপ্রিয় বিজ্ঞান লেখক, প্রাবন্ধিক ও কলাম লেখক। মানবতাবাদী ও মানবাধিকার রক্ষায় সদা উচ্চকণ্ঠ। চেতনা চিন্তায় প্রকৃতিবাদী ও সংশয়বাদী এবং মনেপ্রাণে সেক্যুলারিস্ট। ছাত্রাবস্থা থেকে ভাষা আনোদালনসহ সকল বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এরই স্বাভাবিক পরিণতি। সমাজতত্ত্ব, নৃবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, শিক্ষা, ধর্ম, দর্শন প্রভৃতি শৃঙ্খলায় তাঁর অবাধ বিচরণ। বিভিন্ন বিষয়ে লিখেছেন সহস্রাধিক প্রবন্ধ। সে তুলনায় পুস্তক লিখেছেন অনেক কম। তাঁর লেখা ‘আদি বাঙালী’ ও ‘জড়ের সন্ধানে’ শিরোনামে গ্রন্থ দুটি পাঠকপ্রিয়তায় ধন্য। বাংলা একাডেমী প্রকাশিত ৫খন্ডে লেখা ‘বাংলা একাডেমী বিজ্ঞান কোষের’ অন্যতম সম্পাদক ও লেখক। শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত। ইতিহাস পরিষদের অন্যতম সহ সভাপতি, শিক্ষা আন্দোলন মঞ্চের সভাপতি ও দক্ষিণ এশীয় মৌলবাদ ও সামপ্রদায়িকতা বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য .. .. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অবসর প্রাপ্ত অধ্যাপক রায় শিক্ষক হিসেবে কার্জন হল চত্বরে কাটিয়েছেন চল্লিশটি বছরেরও বেশী সময়। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছেন।    সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে তার ভাবনাগুলো এখানে তুলে ধরা হল –

 


(১)

 

 
(২)

 

 
()

 

ইংরেজীতে ইণ্টারভিউ শুনতে এখানে ক্লিক করুন