কোথায় স্বাধীনতা

মীজান রহমান

সবাই একই কথা বলে। দোষ ধর্মের নয়, ধর্মীর।


রামের নামে উড়িষ্যার খৃষ্টান পাড়ায় আগুন জ্বালানো হয়। দোষ রামের নয়, রামভক্তের।
কালীমন্দিরে নরবলি হত একসময়। মা-কালীর দোষ নয়, দোষ কালীভক্তের।


ল্লার নামে যুবতীকে হত্যা করা হয় পৈশাচিক প্রস্তরাঘাতে, বিধর্মীর মুণ্ডচ্ছেদ হয় প্রকাশ্য দিবালোকে। দোষ আল্লার  নয়, বান্দার।


ঈশ্বরের কল্পিত ইশারাতে ইজরায়েলের ইহুদীরা আরব চাষীদের জমি কেড়ে নেয়। দোষ ঈশ্বরের নয়, ইহুদীর।
আমেরিকার পরক্রান্ত গান লবিরও একই যুক্তি। মারণাস্ত্র মারে না, মানুষ মারে।


শাস্ত্রে বলে ইচ্ছাটা তাঁর, কাজটা মানুষের। ভালটা তাঁর গুণে, মন্দটা তার দোষে। মানুষের আসল নাম নন্দ ঘোষ। … ( এরপর পড়ুন এখান
)

 


ড. মীজান রহমান,  কানাডার অটোয়ায় বসবাসরত গণিতের অধ্যাপক। পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন বেশ ক’বছর।  বিশ্লেষনধর্মী  প্রবন্ধকার হিসেবেও সুপরিচিত।  প্রকাশিত গ্রন্থ সাতটি, র্বশেষ প্রকাশিত গ্রন্থ  ‘দুর্যোগের পূর্বাভাস’ (২০০৭)